Title

মুসলমান ভাই ও বোন দের বলছে সবাই দয়া করে ১ মিনিট সময় নিয়ে পড়ুন


…স্কুল কলেজের ছেলে/মেয়েরা খোলামেলা ব্যাবহার করে…কিন্তু মাদ্রাসার ছাত্ররা খাতার নিচে ব্যাবহার করে!
তাহলে কার বেশি দোষ??
>স্কুল কলেজের ছাত্ররা খোলামেলা ব্যাবহার করে, এর মানে তারা বুঝে হোক আর না বুঝে হোক আল্লাহ্‌কে তো ভয় পায়ইনা এবং মানুষকেও পায়না।
>মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের ভয়ে খাতার নিচে ব্যাবহার করে। তাহলে আল্লাহ্‌ কি তাদের দেখতেছেনা?!!
***আজকের জুমা’র বয়ানে মোবাইল এবং ইন্টারনেট কিভাবে যুব-সমাজকে ধংস করছে এটা তারই একটা অংশ বিশেষ।
কথা হচ্ছে, জুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা-ধারাও বদলাতে থাকে এবং এটা হতে থাকবে। মোবাইল এবং ইন্টারনেট তারই একটা প্রতিফলন। এটা থেকে যেমন মন্দ কাজ হয় তেমনি ভালো কাজেরও অভাব নেই। দরকার শুধু সঠিক দিক-নির্দেশনার।
আমরা না জেনেবুঝে প্রতিদিন যে কত বড় বড় ভুল কাজ করে ফেলছি সেটা আমাদের ধারনারও বাইরে! আর এর জন্য সঠিক দিক-নির্দেশনাই পারে আমাদেরকে বদলে ফেলতে।
যেটা দিয়ে মন্দ কাজ হয়…সেটা দিয়েই একবার ভালো কিছু করার চিন্তা করেই দেখুন না। দেখবেন তার মধ্য সেই মন্দ কাজের থেকেও আরও বেশি মজার জিনিস লুকিয়ে আছে।
আল্লাহ্‌ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ^_^
ধন্যবাদ সবাইকে।।।

No comments